spot_img

স্বৈরাচার শুধু সরকারে নয়, গ্রামেও আছে: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বৈরাচার শুধু সরকারে নয়, গ্রামেও রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাইয়ে আহত তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা (স্বৈরাচার) চলে যায়নি। তোমাদের গ্রামে আছে তোমরা কিছু করো। তাদের বোঝাও যে তাদের স্বভাব পরিবর্তন করতে হবে। তাদের স্বভাবে তারা চলবে এটা হবে না। তবে মারপিট করে এটা সম্ভব না।

সোমবার সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদ এবং আন্দোলনকালে আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এসব বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। তোমরা তাৎক্ষণিক বিচার চাও। এটা তাৎক্ষণিক হলে অবিচার হয়ে যাবে। বিচারের মূল বিষয় হলো সুবিচার। বিচার চলতে থাকুক। যারা অপরাধী তাদের পুলিশের হাতে যথেষ্ট সাক্ষী প্রমাণসহ তুলে দাও। আমরাই যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

তিনি বলেন, যারা বিচারযোগ্য তাদের বিচার হবে। কিন্তু যারা অপরাধী না তাদের সৎপথে নিয়ে আসতে হবে। তাদের বোঝাতে হবে তারা ভুল। তাদের বলতে হবে তোমরা বিগত সময়ে আমাদের ওপর অনেক অত্যাচার অবিচার করেছো। কিন্তু এ দেশ তোমার আমার। কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার হয় না। যারা সহজে মেনে নেবে না তাদের আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু যারা গণ্ডগোলের পরিকল্পনা করবে তাদের আইনের আওতায় আনবো।

সর্বশেষ সংবাদ

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ