spot_img

প্রেমের সম্পর্কে মুখ খুললেন রাজ রিপা

অবশ্যই পরুন

চিত্রনায়িকা রাজ রিপা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মঞ্জুরুল ইসলাম মেঘের ‘ময়না’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। নিজের আসন্ন সিনেমা ও অন্যান্য বিষয়ে সম্প্রতি এক গণমাধ্যমে কথা বলেছেন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে তার ব্যক্তিগত জীবন নিয়েও।

এই অভিনেত্রী জানিয়েছেন, তিন বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। ভালোবাসা দিবসের মতো একটি বিশেষ দিনে রাজ রিপার সিনেমা মুক্তি পাচ্ছে। নিজেও কি প্রেম করেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। প্রেমের মধ্যে থাকতেই ভালো লাগে। তবে এখন যে প্রেমটি করছি, সেটা তিন বছর ধরে চলছে। আশা করছি, এই প্রেমিকের বুকেই বাকি জীবন পার করতে পারব।’

ভালোবাসার মানুষ সম্পর্কে রিপা আরো বলেন, ‘সে যেমন আমাকে বোঝে, আমিও তার ভালো-মন্দ বুঝতে পারি। মাঝেমধ্যে ঝগড়াঝাঁটি হয়, সেটা এক-দুই ঘণ্টার মধ্যে আবার ঠিক হয়ে যায়। ইচ্ছা আছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার হলগুলোতে আমার প্রেমিকের সঙ্গেই ছবিটি দেখব।’

সর্বশেষ সংবাদ

অত্যধিক বাজেটেই আটকে গেল ‘কৃষ ফোর’

শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম হৃতিক রোশনের কৃষ অবতার। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজির তিনটি পর্বই মুক্তি পেয়েছে। এখন ভক্তরা অপেক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ