spot_img

এসএ২০ লিগের চ্যাম্পিয়ন কেপটাউন

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগে শিরোপা জিতেছে এমআই কেপটাউন। আসরের ফাইনাল ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো রাশিদ খানের দল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে কেপটাউন।

কনর এস্তেহেইজেনের ২৬ বলে ৩৯, ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ বলে ৩৮ ও রায়ান রিকেল্টনের ১৫ বলে ৩৩ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮১ রান তোলে এমআই কেপটাউন।

সানরাইজার্সের পক্ষে গ্লিসন, ইয়ানসেন ও লিয়াম ডসন নেন দু’টি করে উইকেট।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে সানরাইজার্স। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে মাত্র ১০৫ রানে থামে তাদের ইনিংস। কাগিসো রাবাদা নেন সর্বোচ্চ ৪ উইকেট।

ব্যাট হাতে ২০৪ রান ও ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হন মার্কো ইয়ানসেন।

সর্বশেষ সংবাদ

গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার নয় মাস পার হলেও একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ