spot_img

‘লকার খুলতে’ কেন্দ্রীয় ব্যাংকে দুদক

অবশ্যই পরুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৮ সদস্যের প্রতিনিধিদল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকে পৌঁছে প্রতিনিধি দলটি।

এর আগে, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের একই দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ‘সেফ ডিপোজিট’ তল্লাশি করে। সেখানে তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, এক কেজি ৫ দশমিক ৪ গ্রাম সোনা এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।

ঠিক ওই সময় তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করলে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে রেখেছেন অর্থসম্পদ। এসব সিলগালা কোটায়ও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। যার সূত্র ধরে আজ বাংলাদেশ ব্যাংকে দুদকের প্রতিনিধি দল।

সর্বশেষ সংবাদ

গাজা দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলল উ.কোরিয়া

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।...

এই বিভাগের অন্যান্য সংবাদ