spot_img

নতুন সরকার গঠন করেছেন লেবাননের প্রধানমন্ত্রী, সংস্কারের প্রতিশ্রুতি

অবশ্যই পরুন

নতুন সরকার গঠন করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট এক ঘোষণায় এ খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। আর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নাওয়াফ সালাম। টানা দুই বছরের বেশি দেশটিতে অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা ছিল। এবার নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে।

সামাজিক যোগাযোমমাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ ঔন তিনটি ডিগ্রি ঘোষণার কথা জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। নাওয়াফ সালাম নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া নতুন মন্ত্রীসভায় ২৪ জন মন্ত্রী রয়েছেন।

সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে, সালাম সরকারের ২৪ মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বিভক্ত। সমস্যায় জর্জরিত লেবাননের নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সেইসঙ্গে দেশটির উজ্জল ভবিষ্যৎ কামনা করেছে সংস্থাটি।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে দেশটি। সেইসঙ্গে লেবাননে আনা হবে ব্যাপক সংস্কার।  লেবানন দীর্ঘ ছয় বছর ধরে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের কবলে রয়েছে। যা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ খাতকে পঙ্গু করে দিয়েছে। দেশটির অসংখ্য জনগণকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে। অনেক মানুষ তাদের ব্যাংকে রাখা টাকা তুলতে পারছেন না।

কূটনীতিক ও আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক প্রেসিডেন্ট সালাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক, আর্থিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত দেশটিতে স্থিতিশীলতা নিশ্চিত করার সময় বিচারিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ