spot_img

নেতানিয়াহুর প্রস্তাব: সৌদির ভূমিতে হোক ফিলিস্তিন রাষ্ট্র

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন এক তত্ত্ব দাঁড় করিয়েছেন, যেখানে তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য সৌদি আরবের ভূমি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের ডানপন্থী সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনে পর্যাপ্ত জায়গা সৌদি আরবে রয়েছে। তিনি মন্তব্য করেন, “সৌদি কর্তৃপক্ষ চাইলে তাদের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।”

তবে ফিলিস্তিনের ঐতিহ্যগত দাবি—গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, “৭ অক্টোবরের পরও ফিলিস্তিন রাষ্ট্র? গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, এবং আমরা কী পেয়েছি? হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।”

এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন নেতানিয়াহু। সেখানে ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও দুই নেতা আলোচনা করেন। তবে নেতানিয়াহুর বক্তব্যের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো আলোচনা হবে না।

সর্বশেষ সংবাদ

মাঝ আকাশে রহস্যজনকভাবে সব আরোহী নিয়ে উধাও উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ