spot_img

আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন তিনি। খবর, বিবিসি’র।

ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।

মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়।

নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির পদক্ষেপের ফলে মার্কিনীরা বিপদে পড়েছে। সেইসঙ্গে তারা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেফতারের আশঙ্কার মধ্যে রয়েছে বলেও জানানো হয়।

আদেশ অনুযায়ী, আইসিসিতে কর্মরত যে বা যারা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও এই দুই দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তের সাথে জড়িত থাকবে তাদের ওপর কার্যকর হবে নিষেধাজ্ঞা। মঙ্গলবার, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

মাঝ আকাশে রহস্যজনকভাবে সব আরোহী নিয়ে উধাও উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ