spot_img

উত্তেজনা ছড়িয়ে শেষ মুহূর্তের গোলে সেমিতে রিয়াল

অবশ্যই পরুন

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এই জয়ে সেমিফাইনালে উঠে গেল কার্লো আনচেলত্তির দল।

প্রথম হাফেই রিয়াল মাদ্রিদ দুইবার এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে তারা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন একেবারে শেষ মুহূর্তে আবারও গোল পায় রিয়াল। ১৮তম মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস।

৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেগানেস। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে লেগানেসের দানি রাবারের নিচু শট ঝাঁপিয়ে ধরেন রিয়াল গোলরক্ষক লুনিন।

ম্যাচে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে লেগানেসকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। ৯৩তম মিনিটে দিয়াজের ক্রস হেড করে গোল করেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।

সর্বশেষ সংবাদ

হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ