spot_img

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে

অবশ্যই পরুন

আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ৮ ফেব্রুয়ারি কমিশনের প্রধানরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশনামাও উপস্থাপন করবেন। সুপারিশের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে। আলোচনা সাপেক্ষে ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোই সংবিধানে সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের কাজ শেষ হয়ে যাবে। সেদিন থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে হবে। তবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এই আলোচনা রমজান মাস পর্যন্ত চালিয়ে নেয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যৌথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ