spot_img

শুল্ক বাড়ানোর প্রতিবাদে সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ

অবশ্যই পরুন

ফল আমদানিতে অতিরিক্ত শুল্কারোপ করায়, সমুদ্র ও স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে। এর আগে, সারাদেশে ফল ব্যবসায়ীরা সমাবেশ এবং গতকাল সোমবার রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন।

গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে।

চট্টগ্রামের দোকানীরা জানিয়েছেন, শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত ৩০ শতাংশ। কেজিতে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে। বড় ধরনের রাজস্ব ঘাটতির শঙ্কায় পড়েছে কাস্টমস বিভাগ।

আগে প্রতিদিন এইবন্দরে ফল আমদানিতে ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। সেটি এসে দাঁড়িয়েছে ৫ কোটিতে। আগে প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক ফল আমদানি হতো। বর্তমানে ২০ থেকে ২২ ট্রাকে ফল আসছে।

সর্বশেষ সংবাদ

আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

চীন-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ