সম্প্রতি নতুন বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। মঞ্চে এক নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে ৭০ বছর বয়সী এই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। তবে উদিত নারায়ণ দাবি করেছেন, তিনি ‘ভদ্রলোক’ এবং ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে চান না।
মিন্টের প্রতিবেদন থেকে জানা যায়, উদিত নারায়ণ তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ পরিবেশন করছিলেন। গান চলাকালীন মঞ্চের সামনে কয়েকজন নারী ভক্ত সেলফি তোলার জন্য আসেন, আর উদিত নারায়ণ তাদের আবদার মেটানোর পর চুমু দেন এই গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় এবং তিনি ‘উদ্ভট’ আচরণের জন্য তীব্র সমালোচিত হন।
নেটিজেনদের কটাক্ষের জবাবে উদিত নারায়ণ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ভক্তদের খুশি করতে চুমু দেয়া কোনো বড় বিষয় নয়। আমি নিপাট ভদ্রলোক এবং ভক্তদের ভালোবাসাকে সম্মান করি। দীর্ঘ ৪৬ বছরের ক্যারিয়ারে কখনো তার ইমেজ নষ্ট হয়নি এবং তিনি ভক্তদের খুশি করার জন্য এমন কাজ করেছেন।
উদিত নারায়ণ আরও বলেন, ভক্তরা আমাকে ভালোবাসে, এবং তাদের খুশি করতে আমাদেরও দায়িত্ব রয়েছে। এই ঘটনাকে কোনোভাবেই বড় করে দেখানোর প্রয়োজন নেই।
ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ গাইতে গাইতে কয়েকজন নারী ভক্তের সঙ্গে সেলফি তোলেন এবং পরে তাদের ঠোটে চুমু দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকেই তীব্র সমালোচনা করেন, কিছু নেটিজেন এমন আচরণকে বয়সজনিত ভ্রম কিংবা এআই প্রযুক্তির ভুল ফল বলে মন্তব্য করেছেন। তবে উদিত নারায়ণ স্পষ্টভাবে জানান, ভিডিওটি এআই দিয়ে বানানো নয়। এখনো এই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে এবং উদিত নারায়ণের এই আচরণকে নিয়ে নেটপাড়ায় তুমুল আলোচনা চলছে।