ভারতের বক্স অফিসে গত বছর সবচেয়ে বেশী আয় করা সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’। বহুল প্রতীক্ষার পর এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল। ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি দেখতে পাচ্ছেন দর্শক। আর এতেই চমক পেলেন দর্শক এ নিয়ে চলছে আলোচনা।
কইমইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ওটিটির দর্শকরা ‘পুষ্পা: দ্য রুল’-এর অতিরিক্ত ২৩ মিনিট বোনাস হিসেবে পাচ্ছেন। সিনেমা হলের দর্শকরা ‘পুষ্পা টু’ দেখেছেন ৩ ঘণ্টা ২১ মিনিট, কিন্তু ওটিটির দর্শকরা পেলেন ৩ ঘণ্টা ৪৪ মিনিট।
‘পুষ্পা’র আনকাট ভার্সন দেখে এরইমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অনেকে সিনেমা হলে দেখার পরেও বাড়তি ২৩ মিনিটের জন্য পুনরায় ওটিটিতেও সিনেমাটি দেখছেন বলে জানাচ্ছেন। নেটিজেনদের অনেকেই বিষয়টি নিয়ে বেশ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিষয়ে পোস্ট করছেন। এমনকি বাড়তি ২৩ মিনিট দেখতে অনেকেই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখছেন এ খবর জানাচ্ছেন। হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড়- এই পাঁচ ভাষায় সিনেমাটি দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ বিগ বাজেটের সিনেমা। ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন, আল্লু অর্জুন, রশমিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলসহ আরও অনেকে। ‘পুষ্পা টু’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিলেন আল্লু অর্জুন। বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকার বেশি আয় করে সিনেমাটি। সেই সময়ই শোনা গিয়েছিল, শুধু বড়পর্দা নয়, অনলাইনেও রিলিজ হবে এই সিনেমা।