spot_img

নারীদের বিনোদনমূলক কাজে বাধার ঘটনায় সরকারের উদ্বেগ প্রকাশ

অবশ্যই পরুন

সম্প্রতি দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের দু’টি ফুটবল ম্যাচে বাধার ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

একইসাথে স্থগিত ম্যাচগুলো পুনরায় চালুর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া ‘নারী অধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত হলে বা বেআইনি বিধিনিষেধ আরোপের সাথে যুক্ত হলে’ ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ‘দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা’ নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে বিবৃতিতে।

এতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।’

সম্প্রতি দিনাজপুর এবং জয়পুরহাট জেলায় ‘তৌহিদী জনতা’ তথা ‘বিক্ষুব্ধ মুসল্লিদের’ দাবির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয়া হয় ।

এছাড়াও, গত কয়েক মাসে বিভিন্ন স্থানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে নারী তারকাদের অনুষ্ঠানে বাধা, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা, অনুষ্ঠানে বাধা কিংবা হামলা করে বন্ধ করে দেয়ার ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

তরুণ প্রজন্ম নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে তরুণ প্রজন্ম। পূর্ববর্তী প্রজন্ম যেখানে পুরনো ব্যবস্থায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ