spot_img

আপত্তিকর প্রস্তাব কীভাবে সামলিয়েছেন, জানালেন ফাতিমা শেখ

অবশ্যই পরুন

ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ-সহ বিভিন্ন সময় আপত্তিকর প্রস্তাব পাওয়া নিয়ে প্রায়ই কথা বলে থাকেন অনেক তারকা। সেই প্রাচীন সময় থেকে চলে আসা খারাপ রীতির বিরুদ্ধে বিভিন্ন সময় সরব দেখা যায় অনেককে। কিন্তু প্রতিবাদ করেও তাতে কোনো লাভ হয় না।

ফিল্ম ইন্ডাস্ট্রির এমন বিষয় নিয়ে প্রায়ই চর্চা হয়। এবার তেমনই এক ঘটনার কথা জানালেন বলিউডের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী স্পষ্ট জানালেন―তাকে কীভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এ অভিনেত্রী জানান, দক্ষিণী এক সিনেমার জন্য কথা শুরু হয়েছিল। সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রযোজক তাকে ডাকেন। এর আগে কাস্টিং এজেন্ট তাকে বলেছিলেন, সবকিছু করতে পারবেন কিনা।

ফাতিমা সানা শেখ বলেন, আমি প্রথমেই তার ইঙ্গিতটা বুঝতে পেরেছিলাম। কিন্তু তা কাউকেই বুঝতে দেইনি। বলেছিলাম, পরিশ্রম করব চরিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য। এরপরও এজেন্ট একই কথা বলে যাচ্ছিলেন। তখন আমিও বিষয়টি না বোঝার ভান করেছিলাম। আর দেখছিলাম লোকটা আরও কত নিচে নামতে পারে।

এ অভিনেত্রী বলেন, কেবল দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই এ ধরনের পরিস্থিতি নয়, বলিউডেও হয়। অনেক সময়ই এসব নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। শুধুই চুপ থাকতে হয়। আবার কখনো কখনো বোকার মতো ভান করে এসব এড়িয়ে যেতে হয় আমাদের।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমেই অভিনয়ে ক্যারিয়ার শুরু হয় ফাতিমা সানা শেখের। এরপর ‘লুড়ো অজিব দাস্তা’, ‘ধক ধক’ সিনেমায় দেখা গিয়েছে তাকে। আবার বলিউড তারকা আমির খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছিল তার।

সর্বশেষ সংবাদ

বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ