spot_img

নেটিজেনদের তোপের মুখে অনুশোচনা উর্বশীর

অবশ্যই পরুন

সম্প্রতি বলিপাড়ায় সবচেয়ে আলোচিত হচ্ছে সাইফ আলী খানের বাসায় দুর্বৃত্তের হামলা এবং অভিনেতার সুস্থতা। আলোচিত এই বিষয়টি নিয়ে অনেকের মতো অভিনেত্রী উর্বশী রাউতেলাও দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে উর্বশীকে বলতে শোনা গেছে, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা’। কিন্তু ঠিক এই একইসময় উর্বশী নিজের ব্র্যান্ডেড ঘড়ি ও সিনেমার প্রচারণা নিয়ে কথা বলেন।

এই মন্তব্যের ভিডিওটি প্রকাশের পর এই বলিউড তারকাকে নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। কারণ অনেকের দাবি, সাইফকে নিয়ে কথা বলার ছলে উর্বশী তার ব্যবহৃত ব্র্যান্ডেড ঘড়ি ও সিনেমার প্রচারণাকেই প্রাধান্য দিয়েছেন। এ নিয়ে যখন নেটিজেনরা সমালোচনায় মেতেছেন, তখন থেকে অনুশোচনায় ভুগতে শুরু করে উর্বশী অবশেষে নিজের ভুল স্বীকার করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, কথা বলার বিষয়ে আরও একটু সতর্ক হওয়া উচিত ছিলো। উত্তর দেওয়ার ক্ষেত্রেও আরও একটু ভাবলে হয়তো এমনটা হতো না। আমার কিছু কথা কারও খারাপ লাগতে পারে, এটা একেবারেই সত্যি। তবে যা হয়েছে, সেটা একেবারেই কাকতালীয়। এত ভেবেচিন্তে আমি কিছু বলিনি।’

যদিও উর্বশীর এই অনুশোচনা এবং স্বীকারোক্তিতে নেটিজেনরাও নেতিবাচক কথা বলা থামিয়ে দিয়েছেন। উল্টো নেটিজেনদের অনেকে অভিনেত্রীর এই ভুল বুঝতে পারা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি তার ক্যারিয়ারের জন্য মঙ্গল বলেও মত প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব-আমিরাত

মুসলমানদের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী ৩১ জানুয়ারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ