spot_img

বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা

অবশ্যই পরুন

ফরচুন বরিশালের জয়রথ চলছেই। রংপুর রাইডার্সের কাছে দুইবার পরাস্ত হবার পর থেকে আর হারেনি দলটা। বড় পুঁজি গড়েও আজ পেরে উঠেনি খুলনা টাইগার্সও। এই হারে প্লে অফ সমীকরণ কঠিন হয়ে গেল খুলনার।

সোমবার মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছে খুলনা। জবাবে ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। যা বিপিএলে দলটার টানা পঞ্চম জয়।

রান তাড়ায় তাওহীদ হৃদয় দ্রুত (১১) ফিরলেও তামিম ইকবাল ও ডেভিড মালান দলকে এগিয়ে নেন জয়ের পথে। দু’জনের জুটিতে বরিশাল তিন অংকের ঘরে পৌঁছে যায় ১১তম ওভারেই।

১০২ রানের মাথায় জুটি ভেঙে ২৫ বলে ২৭ রানে ফেরেন তামিম। তবে মালান তুলে নেন ঝড়ো ফিফটি। আফিফের বলে ফেরার আগে করেন ৩৭ বলে ৬৩ রান। তাতে জয়ের পথ খুঁজে পেয়ে যায় বরিশাল।

এরপর মুশফিকুর রহিম ১৭ বলে ২৪ ও মাহমুদউল্লাহ ১৩ বলে ২৪ রানে আউট হলেও ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাবি মিলে নিশ্চিত করেন জয়। ফাহিম ৬ বলে ১৮ ও নাবি ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। ২ উইকেট নেন আবু হায়দার রনি।

এর আগে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় খুলনা। নাইম শেখ ও মেহেদী মিরাজ মিলে ৫.৩ ওভারে তুলেন ৪৭ রান। মিরাজ ফেরেন ১৮ বলে ২৯ করে। এরপর এলেক্স রসকে নিয়ে ৯৯ রানে পৌঁছান নাইম।

৮.৫ ওভারে ২৭ বলে ৫১ রান করা নাইমকে থামান ফাহিম আশরাফ। এরপর অবশ্য রানের গতি খানিকটা কমে আসে। পরের ১৯ বলে আসে মাত্র ১২। রস ফেরেন ১৫ বলে ২০ করে। উইলিয়াম বসিস্তো আর আফিফের জুটিও জমেনি।

২৭ বলে ৩২ রানে আউট হোন আফিফ। দ্রুত ফেরেন মোহাম্মদ নাওয়াজ (২)। তবে শেষ দিকে ঝড় তুলেন মাহিদুল ইসলাম। ১২ বলে করেন অপরাজিত ২৭ রান। ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন বসিস্তো। ফাহিম নেন ২ উইকেট।

এদিকে খুলনাকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষের আরো কাছে চলে গেল বরিশাল। সমান ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখনো রংপুর। বরিশাল রান রেটে পিছিয়ে দুইয়ে। আর ১০ ম্যাচে ৪ জয়ে খুলনা আছে পাঁচে।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ