spot_img

আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

অবশ্যই পরুন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার একদিন পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ জামিন মঞ্জুর করেন।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সাভারের বোট ক্লাবে নাসির উদ্দিনের সঙ্গে বাদানুবাদের সময় পরীমনি তাকে মারধর ও হত্যার হুমকি দেন এবং ক্লাবে ভাঙচুর করেন।

মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের সত্যতা পায়। তদন্ত প্রতিবেদনে চিত্রনায়িকা পরীমনি ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়, তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাদী নাসির উদ্দিন অভিযোগ করেন, পরীমনি ও তার সহযোগীরা ক্লাবে বিনা মূল্যে অ্যালকোহল পাওয়ার দাবিতে চাপ দেন এবং না পেয়ে তাকে গালমন্দ ও আঘাত করেন। পাশাপাশি, তারা তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার জেরে তিনি মামলা করেন।

অন্যদিকে, পরীমনি এ অভিযোগের বিপরীতে সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পাল্টা মামলা করেছিলেন।

আদালত এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ