spot_img

প্রচারে থাকতে ক্যানসারের ভান করছেন হিনা খান!

অবশ্যই পরুন

ভারতের ছোট পর্দার তারকা হিনা খান। একের পরে এক সফল ধারাবাহিকের জন্য পরিচিত তিনি। এছাড়া রিয়্যালিটি শো ‘বিগবস্‌’-এও বিশেষ সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। তবে এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুস্থতা; দীর্ঘদিন ধরে মারণঘাতি ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।

এরই মধ্যে হিনাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা কমল রশিদ খান তথা কেআরকে। তার দাবি, ক্যানসারে আক্রান্ত হওয়ার অজুহাতে নিজের প্রচার করছেন হিনা খান!

২০২৪ সালে হিনা জানতে পারেন, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কীভাবে ক্যানসারের সঙ্গে তিনি লড়াই করছেন, সেই সমস্ত মুহূর্তও উঠে এসেছে তার সামাজিক মাধ্যমে। কেমো নেওয়া থেকে ক্যামেরার সামনে মাথা কামিয়ে ফেলা— সব মুহূর্ত ভাগ করে নিয়েছেন হিনা। তবে অসুস্থতার মধ্যেও কাজে খামতি নেই। কাজের ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অনুরাগীরা তাই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন।

কিন্তু নিন্দকেরও অভাব নেই। রোজলিন খান নামে এক ক্যানসার রোগী হিনাকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন। রোজলিনের দাবি, হিনা নাকি পুরোটাই ভান করছেন। কেমো নেওয়ার পরে এইভাবে কেউ ঘুরে বেড়াতে পারেন না। এমনকি ক্যানসার আক্রান্ত অবস্থায় দেশের বাইরেও যাচ্ছেন হিনা। আর সে কথারই সমর্থন জানিয়েছেন কেআরকে। তারও দাবি, রোজলিন যা বলেছেন, তা ঠিক। প্রচারের আলোয় থাকার জন্য হিনা ক্যানসারের আশ্রয় নিয়েছেন। কেআরকে-র কথায়, ‘ক্যানসারের প্রসঙ্গ স্রেফ পাবলিসিটি স্টান্ট’।

কেআরকে বলেছেন, রোজলিনও ক্যানসারের তৃতীয় পর্যায় থেকে লড়াই করছেন। তাই কেমোথেরাপির অভিজ্ঞতা তিনি ভালোই জানেন। আর এই প্রসঙ্গে রোজলিন মিথ্যে বলবেন না বলে বিশ্বাস কমল রশিদ খানের।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ