spot_img

বিনিয়োগের পরিধি বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগের পরিধি বাড়ানোর জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার, যাতে করে বৈচিত্রময় বিনিয়োগ করার সুযোগ তৈরি হয়।

আজ রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কুড়িগ্রাম টেক্সটাইল মিলের লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, কিছু প্রয়োজনীয় সংস্কার করলে স্বল্প সময় সরকারি এই প্রতিষ্ঠানগুলোকে উদপাদনশীল করা সম্ভব হবে। সম্পর্কের ভিত্তিতে না, সরকার এই চুক্তিগুলোর সিদ্ধান্ত নিচ্ছে যোগ্যতার ভিত্তিতে।

এসময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, মিলটি চালু হলে ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি হবে বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে বিটিএমসির চেয়ারম্যান ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ