ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে হল্যান্ডের ম্যানচেস্টার সিটি। এই জয়ে চেলসিকে ছয়ে নামিয়ে তারা আবারও চার নাম্বারে জায়গা করে নিয়েছে।
শনিবার রাতে ননি মাদুয়েকে শুরুতেই অভিষেকে নামা উজবেক ডিফেন্ডার খুসানভের ভুলের কারনে গোলের দেখা পায় চেলসি। সিটিকে সমতা ফেরান ইয়োশকো ভার্দিওল। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকেই ব্যবধান বাড়ান ফিল ফোডেন।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। ফোডেনের ক্রস ধরে জোরাল শট নেন ওমার মার্মাউশ। কিন্তু এড়াতে পারেননি তৎপর রবের্ত সানচেসকে।
তৃতীয় মিনিটে চেলসি এগিয়ে যাওয়ার পর আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ।
২৫তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ভার্দিওল। দূরের পোস্টে খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ক্রোয়াট ডিফেন্ডার।
৩৪তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন মার্মাউশ। তবে তিনিই অফসাইডে থাকায় গোল মেলেনি।
৪২তম মিনিটে ভার্দিওলই সমতা ফেরান ম্যাচে। ইলকাই গিনদোয়ানের থ্রু বল ধরে বুলেট গতির শট নেন মাথেউস নুনেস। কোনোমতে ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক সানচেস। ছুটে গিয়ে ফিরতি বল ফাঁকা জালে পাঠান ভার্দিওল।
৬৬তম মিনিটে মার্মাউশ বাইরে মেরে দলকে হতাশ করেন। পরের মিনিটে জালের দেখা পান হলান্ড।
এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে ট্রেভোহ শ্যালোবাকে এড়িয়ে এগিয়ে যান হলান্ড। তাকে ঠেকানোর চেষ্টায় এগিয়ে আসেন সানচেস। কিছুই করতে পারেননি তিনি, উল্টো দলকে ফেলেন বিপদে। জাল ফাঁকা দেখে তড়িঘড়ি করে শট নেন হলান্ড, সেটি জড়ায় জালে।
সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠা চেলসি ৮৭তম মিনিটে হজম করে আরেকটি গোল। প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি বক্সে ঢুকে ঠান্ডা মাথার শটে জাল খুঁজে নেন ফোডেন।
দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে নিজেদের খুঁজে ফেরা সিটি।
এ জয়ের পর ২৩ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৪১। আবারও লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে সিটি। আর হারের পর ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে ছয় নম্বরে। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি লিভারপুল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট।