আল জাজিরা নেটওয়ার্ক সম্প্রতি এমন এক অপ্রকাশিত ফুটেজ সম্প্রচার করেছে, যেখানে ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় যুদ্ধক্ষেত্রে দেখা গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার নির্দেশদাতা হিসেবে পরিচিত এই হামাস নেতা একই বছরের অক্টোবরে ইসরায়েলি অভিযানে নিহত হন। তার মৃত্যুর তিন মাস পর এই ফুটেজ প্রকাশিত হলো।
ফুটেজে সিনওয়ারকে গাজার রাফা এলাকায় সামরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। তিনি সামরিক পোশাক পরিহিত অবস্থায় ধ্বংসস্তূপে ঘেরা একটি এলাকায় অবস্থান করছিলেন। তার চারপাশে ছিল যুদ্ধের নির্মম বাস্তবতার চিত্র। একটি দৃশ্যে ভবনের দেয়ালে হিব্রু ভাষায় লেখা ‘উত্তর’ শব্দটি গ্রাফিতি আকারে দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি বাহিনী ওই বাড়িতে তার আগেই অভিযান চালিয়েছিল।
অন্য একটি দৃশ্যে তাকে পোলো শার্ট পরিহিত অবস্থায় আরেক ব্যক্তির সঙ্গে মানচিত্র পর্যবেক্ষণ করতে দেখা যায়। এছাড়া আলজাজিরার ফুটেজে ৭ অক্টোবরের হামলার আদেশে তার স্বাক্ষরের চিত্রও প্রকাশিত হয়েছে।
ইয়াহিয়া সিনওয়ার: এক সংক্ষিপ্ত পরিচিতি
ইয়াহিয়া সিনওয়ার হামাসের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। ২০২৩ সালের ১৮ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযানে তিনি নিহত হন। ইসরায়েলের দাবি, তিনি ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়।
ইসরায়েল একই বছরের ১৮ অক্টোবর সিনওয়ারের জীবনের শেষ মুহূর্তের একটি ফুটেজ প্রকাশ করে, যেখানে তাকে দুর্বল অবস্থায় ড্রোনের দিকে কিছু নিক্ষেপ করতে দেখা যায়। পরে ইসরায়েলি বাহিনী লিফলেটের মাধ্যমে জানায়, “হামাস আর গাজা শাসন করবে না।”
৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও স্থল অভিযান চালায়। হামাসের দাবি, এসব অভিযানে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সাম্প্রতিক এই ফুটেজ এমন সময়ে প্রকাশিত হলো, যখন ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বন্দি ও জিম্মি বিনিময় করছে। এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি