spot_img

শেবাগ-আরতির ২১ বছরের সংসার তবে ভেঙেই যাচ্ছে?

অবশ্যই পরুন

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াতের দাম্পত্যের জীবন ২১ বছরের। এই জুটি ভেঙে যাওয়ার গুঞ্জন চলছে। এ নিয়ে খবর হয়েছে দেশটির সংবাদমাধ্যমে। এ দম্পতি এখন বিচ্ছেদের পথে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ইনস্টাগ্রামে একজন আরেকজনকে আনফলো করার পর থেকেই এই গুঞ্জন চাউর হয়েছে। তাদের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই শেবাগ ও আরতি আলাদা বসবাস করছেন। ২০০৪ সালে আরতিকে বিয়ে করেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান।

শেবাগ ও আরতির ঘরে দুই সন্তান—২০০৭ সালে আর্যবীরের জন্ম, বেদান্তের জন্ম ২০১০ সালে। সর্বশেষ দীপাবলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেবাগ তাঁর মা ও ছেলেদের ছবি পোস্ট করলেও স্ত্রীর কোনো ছবি পোস্ট করেননি। ভক্তরা তখনই কিছু একটা গড়বড় আন্দাজ করে নিয়েছিলেন। এ নিয়ে কোনো পক্ষই মুখ না খোলায় ব্যাপারটা নিয়ে গুঞ্জন শুধুই বেড়েছে।

দুই সপ্তাহ আগে বিশ্ব নাগাকেশি মন্দিরে গিয়েছিলেন শেবাগ। ইনস্টাগ্রামে সেখানকার ছবি পোস্ট করলেও আরতির কোনো ছবি কিংবা তার বিষয়ে কিছুই উল্লেখ করেননি। শেবাগ অবশ্য বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। এই দম্পতি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলায় শেবাগের ভক্তদের মাঝে গুঞ্জন আরও বেড়েছে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে সূত্র জানিয়েছে, দুজনের সম্পর্কটা আর আগের মতো নেই। আলাদা হওয়ার পথেই হাঁটছেন তারা।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ