spot_img

বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা আইসিসির, নেই ভারতের কোনো ক্রিকেটার

অবশ্যই পরুন

২০২৪ সালের ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনায় আজ বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেরা একাদশে নাম নেই বাংলাদেশ-ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। চারটি দেশের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন গেল বছরের সেরা ওয়ানডে একাদশ।

এশিয়ার তিনটি দেশ- শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে একাদশ সাজানো হয়েছে।

শ্রীলঙ্কার চারজন, পাকিস্তানের ও আফগানিস্তানের তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার আছেন এই দলে।

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন কুশল মেন্ডিস। এছাড়াও শ্রীলঙ্কা থেকে বর্ষসেরা দলে আছেন পাথুম নিশাঙ্কা ও হাসারাঙ্গা ডি সিলভা।

পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবের সাথে আছেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ গুরবাজ ও এএম গাজানফার বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন একমাত্র শেরফানে রাদারফোর্ড।

ব্যাটিং অর্ডার অনুসারে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে ওপেনার হিসেবে থাকছেন সাইম ও গুরবাজ। তিন নম্বরে আছেন নিশাঙ্কা।

মিডল অর্ডার সামলাবেন কুশল, আসালঙ্কা ও রাদারফোর্ড। দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ওমরজাই ও স্পিন বোলিং অলরাউন্ডার হাসারাঙ্গা।

দলে দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন আফ্রিদি ও রউফ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার গজানফার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল :
সাইম আয়ুব (পাকিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও এএম গজানফার (আফগানিস্তান)।

সর্বশেষ সংবাদ

বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ...

এই বিভাগের অন্যান্য সংবাদ