spot_img

ট্রাম্পের নির্বাহী আদেশের পর মেক্সিকোর প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

অবশ্যই পরুন

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, মেক্সিকোর মানুষ এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে সরকার ‘সবসময় মেক্সিকোর সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়ে তিনি বলেন, মেক্সিকো সবসময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকানদের সমর্থন দিয়ে যাবে।

ক্লডিয়া শেইনবাউম বলেন, ট্রাম্প দক্ষিণ সীমান্তে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে যে আদেশে স্বাক্ষর করেছেন সেটি ২০১৯ সালে তার প্রথম মেয়াদের আদেশের মতোই।

তিনি বলেন, ‘এটা নতুন কিছু নয়।’

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটিকে ‘আমেরিকা উপসাগর’ বলতে পারে কিন্তু মেক্সিকোসহ বাকি বিশ্বের কাছে এটা কোনো পরিবর্তন আনবে না।
সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

নাগরিকত্ব পাওয়া আরও সহজ করল কানাডা

কানাডা সরকার তাদের নাগরিকত্ব আইনের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। নতুন আইনটি বিল সি-৩ নামে পরিচিত, যা কার্যকর...

এই বিভাগের অন্যান্য সংবাদ