৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মনোনয়ন তালিকা আজ ঘোষণা করা হয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ১৯টি সিনেমা। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি এবং চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত সিনেমাগুলো:
১. ‘এআই’ – লিওনর সেরাইলে (ফ্রান্স, বেলজিয়াম)
২. ‘ব্লু মুন’ – রিচার্ড লিংকলেটার (যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড)
৩. ‘দ্য ব্লু ট্রেইল’ – গ্যাব্রিয়েল মাসকারো (ব্রাজিল, মেক্সিকো, চিলি, নেদারল্যান্ডস)
৪. ‘ড্রিমস’ – মিচেল ফ্রাঙ্কো (মেক্সিকো)
৫. ‘ড্রিমস (সেক্স লাভ)’ – ড্যাং জোহান হাওগিরড (নরওয়ে)
৬. ‘গার্লস অন ওয়্যার’ – ভিভিয়ান কু (চীন)
৭. ‘হট মিল্ক’ – রেবেকা লেনকিউইচ (যুক্তরাজ্য)
৮. ‘দ্য আইস টাওয়ার’ – লুসিল হাদজিহালিলোভিচ (ফ্রান্স, জার্মানি)
৯. ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ – মেরি ব্রনস্টাইন (যুক্তরাষ্ট্র)
১০. ‘কন্টিনেন্টাল ২৫’ – রাদু জুদে (রোমানিয়া)
১১. ‘লিভিং দ্য ল্যান্ড’ – হুও মেং (চীন)
১২. ‘দ্য মেসেজ’ – ইভান ফান্ড (আর্জেন্টিনা, স্পেন)
১৩. ‘মাদারস বেবি’ – জোহানা মডার (অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি)
১৪. ‘রিফ্লেকশন ইন আ ডেড ডায়মন্ড’ – হেলেন ক্যাটেট ও ব্রুনো ফোরজানি (বেলজিয়াম, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স)
১৫. ‘দ্য সেফ হাউস’ – লিওনেল বেয়ার (সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স)
১৬. ‘টাইমস্ট্যাম্প’ – কাতেরিনা গোর্নোস্টাই (ইউক্রেন, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ফ্রান্স)
১৭. ‘হোয়াট মেরিলিন নোজ’ – (জার্মানি)
১৮. ‘হোয়াট ডাজ দ্যাট নেচার সে টু ইউ’ – হং সাং-সু (দক্ষিণ কোরিয়া)
১৯. ‘ইউনান’ – আমির ফখর এলদিন (জার্মানি, কানাডা, ইতালি, ফিলিস্তিন, কাতার, জর্ডান, সৌদি আরব)
বার্লিন উৎসব বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি মর্যাদাপূর্ণ আয়োজন। মনোনীত চলচ্চিত্রগুলো বৈচিত্র্যময় সংস্কৃতি ও বিষয়বস্তু তুলে ধরেছে।