spot_img

তাপমাত্রা আরও কমে বাড়তে পারে শীত

অবশ্যই পরুন

তাপমাত্রার পারদ আগের দিনের চেয়ে কিছুটা নিচে নামায় বেড়েছে শীতের অনুভূতি। সঙ্গে থেমে থেমে বইছে মৃদু হাওয়া। তবে কুয়াশা ভেদ করে বেলা করে হলেও উঁকি দিয়েছে সূর্য। যদিও শেষরাত থেকে সকাল পর্যন্ত আগের মতোই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত আগের মতোই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।

এরমধ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন বুধবার (২২ জানুয়ারি) একই সময় পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় সোমবার সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান

ফিলিস্তিনের পূর্ব অংশ পশ্চিম তীরে ইসরাইলের ঔপনিবেশিক বসতি ব্যবস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১১ জানুয়ারি) কাতারভিত্তিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ