spot_img

তিনজনকে ছাড়াতে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। এদিকে তিনজনের বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ৯০ জনের সবাই নারী ও শিশু।

সোমবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়। তারা সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সংবাদমাধ্যম দুটি বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জেল সার্ভিস।

খবরে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।

জারার এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে তার প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। আর এই অভিযোগে উস্কানিসহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কিছুক্ষণ পরই হামাস জানায়, বন্দি বিনিময় চুক্তির আওতায় তারা রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শ্তানবার খায়েরকে (৩১) মুক্তি দেবে। রেডক্রসের একটি দল দুপুরেই গাজায় প্রবেশ করে এবং বন্দিদের গ্রহণ করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাবেক জিম্মি রোমি গোনেন, এমিলি দামারি এবং দোরোন স্টেইনব্রিচার এ মুহূর্তে নিরাপদ আছেন। তারা আমাদের কাছে আছেন। তারা বাড়ি ফিরছেন।’

এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় ঘরছাড়া হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেকে পায়ে হেঁটে, আবার কেউ গাড়ির কনভয়ে বাড়ির পথে ফিরছেন।

সর্বশেষ সংবাদ

জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি

এই কমিশন রঙবিহীন, চেহারাহীন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম...

এই বিভাগের অন্যান্য সংবাদ