spot_img

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু

অবশ্যই পরুন

নাইজেরিয়ার ডিক্কো এলাকায় দুর্ঘটনাকবলিত একটি জ্বালানিবাহী ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহের সময় বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানী আবুজা ও উত্তরাঞ্চলীয় শহর কাদুনা সংযোগকারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম জানান, সকাল ১০টার দিকে ৬০ হাজার লিটার পেট্রলবাহী ট্যাংকারটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা জ্বালানি সংগ্রহ করতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে অধিকাংশ নিহতের শরীর এতটাই পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও পরিষ্কার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কুমার সুকওয়াম।

নাইজেরিয়া বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে। গত ১৮ মাসে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়ে যাওয়ায় অনেকে জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।

বিস্ফোরণের পর নাইজারের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে একে ‘হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক’ ঘটনা বলে উল্লেখ করেন। তিনি জানান, নিহতদের পাশাপাশি অনেক আহত ব্যক্তি বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন।

উল্লেখ্য, নাইজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। এমন দুর্ঘটনা নতুন নয়; গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে একই ধরনের ঘটনায় ১৭০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

আবারো হোটচ খেল বার্সেলোনা

ফের মলিন বার্সা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে উড়তে থাকা কাতালানরা ছন্দ হারিয়েছে লা লিগায় এসে। টেবিলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ