spot_img

অস্ত্র মামলায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর কারাগারে

অবশ্যই পরুন

রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচনায় আসা এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। এদিন ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের স্কোয়াড

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ইতোমধ্যেই অংশগ্রহণকারী ৭টি দল তাদের স্কোয়াড...

এই বিভাগের অন্যান্য সংবাদ