spot_img

বাফুফে সভাপতির সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবস্থান করছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) প্রিমিয়ার লিগে লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টা ৪৬ মিনিটে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে এটি জানানো হয়।

এদিকে, লম্বা সময় ধরে চেষ্টার পর লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই।

হামজা চৌধুরী ২০১৫-১৬ মৌসুম থেকে ইংলিশ ক্লাব লেস্টার সিটির সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান। ২০১৯-২০ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে লেস্টার তাকে ২২ ম্যাচে সুযোগ দেয়।

উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশকে আতিথ্য দিতে পারে ভারত। এশিয়ান ফুটবল কনফেডারেশন অনুমোদন দিলে দুই প্রতিবেশী দেশের ফুটবল লড়াইটি অনুষ্ঠিত হবে মেঘালয়ের শিলংয়ে। এএফসির অনুমোদন পেলে লাল-সবুজের জার্সিতে এই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।

সর্বশেষ সংবাদ

শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, শেখ পরিবারের সদস্যদের নাম বাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ