spot_img

নেহা কক্করের ‘গ্রেপ্তার’ নিয়ে যা জানা গেল

অবশ্যই পরুন

বলিউডের আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম একজন নেহা কক্কর। ক্যারিয়ারের বাইরে মাঝে মধ্যেই ব্যক্তিগত জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এ তারকা গায়িকা।

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে শাড়ি পরা অবস্থায় আছেন নেহা কক্কর। আর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ভারতীয় পুলিশ। অঝোরে কান্না করছেন তিনি। এ দৃশ্য এখন রীতিমত ভাইরাল।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দাবি করা হয়েছে একটি ব্যবসায়িক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নেহাকে। এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

এদিকে নেহার এমন ছবির ব্যাপারে প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার এসব ছবি সত্য নয়। যা মূলত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করে ছড়িয়ে দেয়া হয়েছে। নেহা কোনো ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত নয়।

অন্য একটি নারীর মুখের ওপর নেহার মুখ বসিয়ে সম্পাদিত করা হয়েছে ছবি-ভিডিওগুলো। এ কারণেই মূলত বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

তবে এবারই প্রথম নয়, এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার অব্যবহার করে অনেক তারকারই বিকৃত ও অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, আনুশকা শেঠিসহ আরও অনেকের সঙ্গেই এমনটা হয়েছে। এছাড়া কিছুদিন আগেই স্ত্রী গৌরী খানকে নিয়ে সৌদি আরবের মক্কায় শাহরুখ খান, এমন ছবি ছড়িয়ে পড়েছিল। চর্চা ছড়িয়েছিল, ধর্ম বদল করে মুসলিম হয়েছেন গৌরী খান। পরে জানা যায় ছবিটি ভুয়া।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে কোনো আইসিসি ইভেন্টের। তবে ভারতের কারণে আসরের সবগুলো ম্যাচ আয়োজন করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ