দুই ‘বন্ধু’ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শিগগিরই দেখা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ কথা জানিয়েছেন বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, সোমবার নবনির্বাচিত মার্কিন বলেছেন— আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই দেখা করবেন তিনি। তবে সম্ভাব্য এ বৈঠকের নির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলেননি ট্রাম্প। বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক।
ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প নিউজম্যাক্সকে বলেন, ‘ঠিক আছে, এ ক্ষেত্রে একটিমাত্র কৌশল রয়েছে এবং সেটি রাশিয়ার প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে। আমি জানি পুতিনও আমার সঙ্গে দেখা করতে চান। আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এ সাক্ষাৎ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু… এর জন্য তো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে।’
এদিকে মার্কিন কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবেন। গত রোববার তিনি বলেন, ‘আসন্ন দিন এবং সপ্তাহগুলোতে’ তিনি ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপের আশা করছেন।
অন্যদিকে, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বেকায়দায় ইউক্রেন। রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের বেশ শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী।