spot_img

জয় বললেন ‘আমি এখন জিম্মি’

অবশ্যই পরুন

আলোচিত সমালোচিত ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। শোবিজে ২৫ বছর পথচলা উপলক্ষে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জয়।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান।

আহ যদি শুধু অভিনেতা ই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?’

সর্বশেষ সংবাদ

২০৪৫ সালের মধ্যে সম্পদের ৯৯% দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে দান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ