spot_img

খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা ৭ জয় রংপুরের

অবশ্যই পরুন

খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা ৭ জয় নিয়ে সিলেট পর্ব শেষ করলো রংপুর রাইডার্স। তাদের দেয়া ১৮৬ রানের টার্গেটে নির্ধারিত ওভারে ১৭৮ রানে থামে খুলনার ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরে। দলীয় ৩০ রানের মধ্যে ফেরেন টেইলর ও সাইফ। ৩৬ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। এরপর ১১৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন দুই পাকিস্তানি ইফতিখার ও খুশদিল শাহ। ইফতিখার ৪৩ রানে আউট হলেও ৩৫ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন খুশদিল। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের পুঁজি পায় রাইডার্স।

জবাবে মোহাম্মদ নাঈমের ৫৮ রানের ইনিংসে ভালোই লড়াই করে খুলনা। সঙ্গে মিরাজের ৩৯ ও আফিফের ২৯ রানে শেষ ওভারে গড়ায় ম্যাচ। তবে জয়ের জন্য ১২ রানের টার্গেট মেলাতে ব্যর্থ হয় টাইগার্স।

সর্বশেষ সংবাদ

আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ