spot_img

ঢাকার বাতাস আজ খুবই ‘অস্বাস্থ্যকর’

অবশ্যই পরুন

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল রোববার বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে চতুর্থ স্থানে ছিল ঢাকা। আজ এই তালিকায় এক ধাপ এগিয়েছে, বেড়েছে খানিকটা দূষণ। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ছিল ২৫২। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার সকালে ২৯১ বায়ুমান নিয়ে দূষণের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এরপরই রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। এই তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও পাকিস্তানের করাচি।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সর্বশেষ সংবাদ

নিজের পছন্দের জায়গায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

নিজের ভালোবাসার জায়গা রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত করা হয়েছে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। আজ শনিবার (২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ