spot_img

সরকার মানুষের কথা বোঝে না, থিউরি দিয়ে চলে: মান্না

অবশ্যই পরুন

দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয়। যারা একশ পণ্যের ওপর ভ্যাট বাড়াতে পারে, তারা মানুষের কথা বোঝে না। এই সরকার থিউরি দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার (১১ জানুয়ারি) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম কাউন্সিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, থিউরি থেকে প্রাকটিস বড়। অন্তর্বর্তী সরকার তা বোঝে না। অর্থনীতির সংজ্ঞা বুঝতে গিয়ে তারা মানুষের জীবনযাত্রার হিসেব ভুলে যায়। দৈনন্দিন জীবনে মানুষ খুব কষ্টে রয়েছে। এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের ওপর আস্থা হারাবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ বদলাতে শুরু করেছে। তবে কর্মপদ্ধতি বাস্তবায়ন না হওয়া ও রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়া হলে সম্ভাবনার মৃত্যু ঘটবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বি‌দে‌শি নাগ‌রিক যুক্তরাষ্ট্র ভ্রমণ ক‌রেন তাদের ভিসা নবায়ন নিয়ে দুঃসংবাদ দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ