spot_img

নিপুণকে দেশ ছাড়তে দেওয়া হয়নি

অবশ্যই পরুন

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়তে চাচ্ছিলেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে তাকে বাধা দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে। পরে ওসমানি বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এনএসআই ও সিভিল অ্যাভিয়েশন জনায়, শুক্রবার সকালে ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট হতে লন্ডন যাওয়ার জন্য ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ