spot_img

আগামী ৭ দিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদফতর

অবশ্যই পরুন

আগামী ৭ দিন সারাদেশে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

তিনি বলেন, ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এছাড়া বর্তমানে ৯ জেলায় শৈত্যপ্রবাহ বিদ্যমান রয়েছে বলেও জানান তিনি।

এরমধ্যে তিন জেলায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে বলে উল্লেখ করেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, দেশব্যাপী শীতের তীব্রতা কমে গেছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনায় শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার তাপমাত্রা রয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রিতে।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের

আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ