spot_img

সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে শূন্যতার অবসান ঘটিয়ে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দফা ভোটে ১২৮ আসনের পার্লামেন্টে আউন ৯৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন।

ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ১৪ মাস ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তির কয়েক সপ্তাহ পরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণের পর ৬০ বছর বয়সী আউন বলেন, ‘আজ থেকে লেবাননের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

বৈরুত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানিয়েছেন, ‘জোসেফ আউনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া লেবাননে নতুন যুগ সৃষ্টি করবে। এতে কোনো সন্দেহ নেই। জোসেফ আউন সত্যিই আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন প্রিয় প্রার্থী।’

তিনি আরো জানান, ‘লেবাননে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে।’ তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ হিজবুল্লাহকে ‘দুর্বল’ করে তুলেছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

চীনের এইচকিউ-৯বি দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিসর!

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ভয়ংকর সব আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এশিয়ার পরাশক্তি চীনের তৈরি এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন...

এই বিভাগের অন্যান্য সংবাদ