spot_img

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি পেছালো

অবশ্যই পরুন

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে জামিন শুনানির আদালত এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সকালে আগুনে পুড়ে যাওয়া আদালত কক্ষ পরিদর্শন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। বিচারক আমাদের দুপক্ষকে আজ ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনও নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করব।’

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ১০টায় এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল।

সর্বশেষ সংবাদ

ভাগ্যের ফেরে পেট্রল পাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সহ-অভিনেতা!

বলিউডের ঐশ্বরিয়া, শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন। একের পর এক সুপারহিট সিনেমায় দাপুটে অভিনয়। রজনীকান্ত এবং কমল হাসানের মতো অভিনেতারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ