spot_img

পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যেই সবাই হাতে পাবে: প্রেস সচিব

অবশ্যই পরুন

আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। আর ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।

এসময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সরকার সব পক্ষের সাথে কথা বলে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

ব্রিফিংকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ভাগ্যের ফেরে পেট্রল পাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সহ-অভিনেতা!

বলিউডের ঐশ্বরিয়া, শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন। একের পর এক সুপারহিট সিনেমায় দাপুটে অভিনয়। রজনীকান্ত এবং কমল হাসানের মতো অভিনেতারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ