শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তবে বাংলাদেশ সরকার ভারতের উত্তরের অপেক্ষায় আছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার ভারতে ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গে রফিকুল আলম বলেন, কারও পাসপোর্ট বাতিল হলে তার ভিসার মেয়াদ বাড়ানো যায় না।
তিনি আরও বলেন, জানুয়ারির ২০ থেকে ২৫ তারিখ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের সাংহাই যাচ্ছেন। উপদেষ্টার আগামীর চীন সফর সংক্রান্ত কোনো এজেন্ডা এ মুহূর্তেই বলা যাচ্ছে না বলে জানান তিনি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে রফিকুল আলম বলেন, আরাকান আর্মি ১৭টির মধ্যে ১৪ টাউনশীপ দখলে নিয়েছে। তিনি এও জানান, মিয়ানমারের কেউ বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিজিবি ও কোস্টগার্ড সক্রিয় আছে।