spot_img

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অবশ্যই পরুন

যুদ্ধবিরতি এবং বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে ইসরাইল ও হামাস। বুধবার প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এ কথা বলেন।

এ সময় ব্লিঙ্কেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী, আমাদের হাতে যে সময় আছে তার মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাতে পারব।’

তিনি জানান, যদি ইসরাইল ও হামাস কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আমরা সেই চুক্তিটি করতে পারব – এবং আমরা এটি অর্জন করবই – তখন এটি প্রেসিডেন্ট বাইডেন মে মাসে বিশ্বের সামনে যে পরিকল্পনাটি রেখেছিলেন তার ভিত্তিতে হবে।’

তিনি আরো জানান, বন্দী ও যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তা, তার প্রশাসন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য পরিমাণে কাজ করেছে।

মার্কিন শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘আরো বিস্তৃতভাবে বলতে গেলে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জন্য রূপান্তরমূলক ব্যবস্থায় আমরা কাজ করেছি এবং বিনিয়োগ করেছি। তাই গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের জন্য এগিয়ে যাওয়ার পথে সমঝোতার সুযোগ পেলে আমরা সবকিছুই করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘সেখানে অসাধারণ সুযোগ রয়েছে।’

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের শেষ আন্তর্জাতিক সফর।

সূত্র : দ্য জেরুসালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ