spot_img

মেট্রোপলিটনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ ১৫-২০টি সুপারিশ আসছে পুলিশ সংস্কারে

অবশ্যই পরুন

কাজের সক্ষমতা বাড়াতে মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চায় পুলিশ, যা যৌক্তিক বলে মনে করছে পুলিশ সংস্কার কমিশন। সুপারিশে পুলিশের এই দাবির বিষয়টি রাখা হবে বলে নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্য আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জনবান্ধব পুলিশবাহিনীর জন্য জবাবদিহিতা বাড়াতে আইনের সংশোধনসহ ১৫ থেকে ২০ সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন আগামী ১৫ জানুয়ারি। এছাড়া, প্রতিটি থানায় নারী পুলিশ বাধ্যতামূলক করতে সুপারিশ রয়েছে কমিশনের।

আবু মমতাজ সাদ উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে এমনিতেই নেতিবাচক ধারণা রয়েছে। অভিযোগ রয়েছে সেবা নিয়েও। পুলিশের ওপর মানুষের আস্থার ঘাটতি আরও শক্তপোক্ত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়। রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হয়ে কীভাবে নিরস্ত্র ছাত্র জনতার ওপর অবাধে গুলি চালানো হয়েছে তা দেশের মানুষকে হতবাক করেছে।’

পুলিশে সংস্কারের সুপারিশ পেতে ৩ অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়। সাবেক সচিব সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন ৯ সদস্যের কমিশনের খসড়া প্রতিবেদনে পুলিশ সংস্কারের নানা দিক বলা হয়েছে। এর একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মহাপরিদর্শককে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেওয়া থাকলেও তা অবারিত নয়, সরকার নিয়ন্ত্রিত। কমিশন সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘পুলিশের এই দাবি অযৌক্তিক নয়।’

কমিশন জানায়, পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে কিছু আইনের সংশোধন প্রয়োজন। পুলিশের জন্য করা সেই ব্রিটিশ আইনের পরিবর্তন চায় কমিশন।

দেশে এখন পুলিশের সংখ্যা ২ লাখ ২০ হাজার। কমিশন মনে করে, এই সংখ্যা আরও বাড়ানোসহ নারীদের জন্য নারী পুলিশ রাখতে হবে। তাই চাকরির অর্গানোগ্রাম পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন।

রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে জননিরাপত্তা কমিশন গঠনের দাবিও আছে পুলিশের। তা না হলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশ বাহিনীর প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড বন্ধ হবে না বলেও মনে করে বাহিনীটি।

সর্বশেষ সংবাদ

বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার (৮ জানুয়ারি) রাতে প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ