spot_img

দেশে ফিরলেন ভারতে থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক

অবশ্যই পরুন

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশী এসে পৌঁছেছেন চট্টগ্রামের পতেঙ্গায়।

মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান তারা। এ ছাড়া বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

এর আগে রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক পানিসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশী জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দফতরের পরিচালক মো: আবদুস ছাত্তার বলেন, ‘দুই ফিশিং জাহাজে থাকা ৭৮ জন জেলে-নাবিকসহ মোট ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ৫ জানুয়ারি দুই দেশের পারস্পরিক প্রত্যাবাসনে এটা সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের কারাগারে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।’

সর্বশেষ সংবাদ

গুরু পাপে লঘু দণ্ড ভিনিসিয়ুসের

উস্কানিতে পা দিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।...

এই বিভাগের অন্যান্য সংবাদ