spot_img

শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ

অবশ্যই পরুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর করা হচ্ছে। এর অধীনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ে তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত এখন তালিকাভুক্ত হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেয়া হবে না বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেয়া হবে।

তিনি আরও বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী শহীদ পরিবার ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ১০ লাখ টাকা থাকবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট (এফডিআর) হিসেবে। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেয়া হবে। প্রতি মাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ