spot_img

মিম-তিশাদেরকেও সাজিয়েছেন তাহসানের স্ত্রী!

অবশ্যই পরুন

এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত তাহসানের স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ সাজিয়েছেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশাসহ আরও অনেক তারকাদের। রোজার মেকআপ পেইজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ এ অসংখ্য ব্রাইডাল মেকআপের ভিডিও ও রিল দেখা যায়, যেখানে রোজা সাজিয়েছেন এসব তারকাদের।

রোজার পেইজে রিলস শেয়ার করা হয়েছে ২৬ ও ২৭ নভেম্বর। রোজার সঙ্গে তাহসানের ছবি ভাইরাল হলে সংবাদমাধ্যমে তাহসান বলেন, অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনও বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।

এদিকে শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসানের কিছু ব্যক্তিগত ছবি। ওই ছবি দেখেই নেটিজেনরা অবাক বনে যান তাহসানের বিয়ের খবরে।

জানা যায়, রোজা আহমেদ জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। একজন সফল উদ্যোক্তাও। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজিতে পড়াশোনার পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে রোজা কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ