spot_img

শেষ মুহূর্তে ডেম্বেলে ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির

অবশ্যই পরুন

ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে এএস মোনাকোকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে পিএসজি। তবে ফাইনাল ম্যাচের এই জয়টা খুব একটা সহজে আসেনি ফরাসি জায়ান্টদের। রীতিমতো সংগ্রাম করতে হয়েছে তাদের। নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়া পিএসজি ম্যাচের অতিরিক্ত সময়ে বল জড়ায় জালে। শেষ মুহূর্তে ডেম্বেলের একমাত্র গোলেই টানা তৃতীয়বার এই আসরের শিরোপা ঘরে তোলে তারা। এ নিয়ে সবশেষ এক যুগে ১১তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো লিগ ওয়ানের সবচেয়ে সফলতম ক্লাবটি।

রোববার (৫ জানুয়ারি) রাতে ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।

পুরো ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করে পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে লক্ষ্যভেদ হয়নি একটিতেও। এতে দর্শকটা অপেক্ষা করছিলেন পেনাল্টি শ্যুটআউটের। তবে পিএসজিকে ঝুঁকি নিতে দেননি ডেম্বেলে।

৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ডেম্বেলের।

গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল ছিল পিএসজি।

উল্লেখ্য, ২০০০ সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল চারবারের চ্যাম্পিয়ন মোনাকো। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই তারা হেরে যায় পিএসজির কাছে।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ