spot_img

দীপিকা-রণবীর জুটির নতুন রেকর্ড নিয়ে আলোচনা

অবশ্যই পরুন

অয়ন মুখার্জি পরিচালিত রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। সে সময় সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল জুটিটি। তারপর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভক্তদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়া হয় দ্বিতীয়বার মুক্তি দেয়ার। শুক্রবার (৩ জানুয়ারি) সিনেমাটি ফের মুক্তি পায় প্রেক্ষাগৃহে। সিনেমাটি বক্স অফিসের রেকর্ডই বলে দিল।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, এ দফায় মুক্তি দেয়ার প্রথম দিনই সিনেমাটি ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র টিকিট বিক্রি হয়েছে ৬৫ হাজার। নতুন করে আয় করেছে ১ কোটি ২০ লাখ রুপি। দ্বিতীয় দিন সিনেমাটি আয় করে আরও ২ কোটি রুপি। সব মিলিয়ে কেবল ভারতেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৫৭ লাখ রুপি। বৈশ্বিকভাবে আয় ৩১৯ কোটি রুপি অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি দ্বিতীয় সেরা সিনেমা হিসেবে রেকর্ড করল। প্রথম স্থানে রয়েছে রাহি অনিল পরিচালিত ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘তুম্বাড়’। গত বছর সিনেমাটি দ্বিতীয় দফায় মুক্তির ওপেনিং দিনেই ১ কোটি ৫০ লাখ রুপি আয় করে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ গত বছর মুক্তি পাওয়া অনেক সিনেমার রেকর্ডই ভেঙে ফেলেছে। পেছনে ফেলেছে ২০১৮ সালে মুক্তি পাওয়া সাজিদ আলির রোমন্টিক ঘরানার সিনেমা ‘লাইলা মজনু’, রাকেশ রোশানের ১৯৯৫ সালের সিনেমা ‘করণ অর্জুন’, যশ চোপড়ার ২০০৪ সালের সিনেমা ‘বীর জারা’ ও নিখিল আদভানির ২০০৩ সালের সিনেমা ‘কাল হো না হো’র রেকর্ড।

ধর্মা প্রডাকশনের ব্যানারে করণ জোহর প্রযোজনা করেছিলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্বিতীয় দফায় মুক্তির বিষয়টি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, সিনেমাকে রক কনসার্টে পরিণত করার জন্য ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ফের আসছে প্রেক্ষাগৃহে।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬১ রোগী

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ