নিকোল কিডম্যান সম্প্রতি পাল্ম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে আন্তর্জাতিক স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। মা জ্যানেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুরস্কারটি উৎসর্গ করেন।
‘বেবিগার্ল’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় চলচ্চিত্র নির্মাতা হালিনা রেইজিনকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, এখনও আমি মায়ের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত। অশ্রুসিক্ত অবস্থায় তিনি বলেন, এই অর্জন আমার মাকে উৎসর্গ করছি।
তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারই আমার মা এবং বাবার জন্য ছিলো। তারা এখন আর নেই। আমি এখনও কাজ করে যাব এবং বিশ্বের কাছে ভালো কিছু উপহার দেব। কারণ আমি যা করি তা ভালোবেসে করি এবং আমি আপনাদেরকেও ভালোবাসি। চলচ্চিত্র সম্প্রদায়ের অংশ হতে পারার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অশ্রুসিক্ত চোখে তিনি আরও বলেন, দুঃখিত আমি এইভাবে কাঁদতে চাইনি, কিন্তু আমি এখন মাকে অনুভব করছি, তাই এই অর্জন তোমার জন্য ‘মা’।